নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘অধিকার, সমতা ও ক্ষমতায়ন - নারী ও কন্যার উন্নয়ন।
শনিবার (০৮ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসরীন তাসিন।
এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জাহান। এছাড়া আরও মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন প্রমুখ।
সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার ও কর্মসংস্থান বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।