নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া ব্যাগে মিলল ৫০ হাজার পিস মায়ানমারের ইয়াবা জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে এসব ইয়াবা উদ্ধার করা হয়৷
৩৪ বিজিবি সূত্রে জানা জায়, শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী পানবাজারে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসতে পারে এমন গোয়েন্দা সংস্থা খবরে সন্দেহজনক ২জন কে থামানোর চেষ্টা করলে একটি ব্যাগ ফেলে রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যায়৷ এমতাবস্থায় ফেলে যাওয়া ব্যাগ খুলে দেখা যায় ৫০ হাজার ইয়াবা৷
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, শনিবার সকালে বালুখালী পান বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে৷ পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ধরতে অভিযান চলমান আছে৷