বিশেষ প্রবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ডাব্লিউ এবং ক্যাম্প-৮ ইস্ট’র মধ্যকার দুই রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা হতাহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার ৮ মার্চ অনুমান রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।উল্লেখিত দুই ক্যাম্পের দুই রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এ আর এ এবং আরএসও’র সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয়।
এতে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক(৩৩)কে উদ্ধার করে আহত অবস্থায় বালুখালীস্থ ক্যাম্প-৯-স্থ আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আহত
মোহাম্মদ রফিক ক্যাম্প-৮ই’র বি-২১ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। সে শামসু আলমের ছেলে এবং তার এফসিএন নাম্বার-১২১৮১৬।
জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প-৮ এ আরসা ও আএসও’র ইয়াবা ব্যবসার দ্বন্দ্বে একটি তীব্র সংঘর্ষ হয়।সাধারণ রোহিঙ্গারা জানায়, আরএসও আবুল কাসিম দীর্ঘ দিন যাবৎ ইয়াবা নিয়ন্ত্রণ করে আসছে। ইয়াবার জের ধরে সশস্ত্র রোহিঙ্গা সদস্যরা দিন দিন ক্যাম্পের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। এ বিষয়ে সাধারণত রোহিঙ্গারা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ৮এপিবিএন’র পানবাজার পুলিশ ক্যাম্পের টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
মো: আরিফ হোসাইন জানান,খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।বিস্তারিত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।