ইসমত আরা কক্সবাজার প্রতিনিধি :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা পরিদর্শন পূর্বে প্রস্তুতি উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
সোমবার (১০ মার্চ) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২০ এর হ্যালিপাড মাঠে নেমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনের সঙ্গে ছিলেন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, কক্সবাজার পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি প্রলয় চিচিং চাকমা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানাজায়, আগামী কাল ১৪ মার্চ শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ উপলক্ষে সোমবার দুপুরে উখিয়ার ২০নং ক্যাম্পে পরিদর্শন দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন৷
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গারা৷