নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ শুক্রবার কক্সবাজার সফর যাবেন। ২ জনই একইদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে বিশ্বস্ত এক সুত্রে এই তথ্য নিশ্চিত করেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর শুক্রবার কক্সবাজার সফর সূচি চুড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: ইউনুস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্ত সুত্রে আরো জানিয়েছে। ২ জন ভিভিআইপি’র কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। সূত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব উভয় গুরুত্বপূর্ণ ব্যক্তির একই দিন কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তারা উভয়ই রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে উভয় এর প্রাক প্রাথমিক সূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের সাথে ইফতার,কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন কর্মসূচী ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন বলেও জানা যায়।
এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার ( ১৪- মার্চ) দুপুর ১২ টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: ইউনুসসহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প থেকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টার বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘ রামাদান সলিডারিটি ভিজিট’। বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন। গত বছর রমাজান মাসে মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময়ও মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতে বিশ্বজুড়ে মুসলমানদের রোজার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এটি হবে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের দ্বিতীয় সফর। ইতিপুর্বে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।