বিশেষ প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ই'র আশ্রীত আবুল কাসিম'র বেপরোয়া কারবারে অতিষ্ঠ সাধারণ রোহিঙ্গারা। সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা নিয়ন্ত্রণ করে আসছে। ইয়াবা কান্ডে সশস্ত্র রোহিঙ্গা আবুল কাসিম দিন দিন ক্যাম্পের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে।
বেশকজন রোহিঙ্গাদের ভাষ্যমতে গেল শনিবার বালুখালী ক্যাম্প ৮ই-তে রাত সাড়ে আটটার দিকে ৭/৮জন সাধারণ রোহিঙ্গা জড়ো হলে
প্রতিপক্ষের লোক মনে করে কাসিমের নেতৃত্বে তাদেরকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।এতে আতংকিত হয়ে জড়ো হওয়া ৭/৮জন সহ সাধারণ রোহিঙ্গারা দৌড়াদৌড়ি শুরু করলে বাক-প্রতিবন্ধি রফিক নামের যুবক নিহতসহ অপরাপর ২জন আহত হয়। নিহত যুবক ক্যাম্প ৮ই ব্লক ২১র আশ্রীত বলে জানা গেছে।যুবক নিহত পরবর্তী সাধারণ রোহিঙ্গারা আবুল কাসিমসহ
তার লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ আরো জোরালো হয়। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ৮ এপিবিএন' অধীনস্থ বালুখালীর একটি টিম।
নাম প্রকাশে অনিচ্ছুক ৮ই'র ২১ ব্লকের রোহিঙ্গা জানায়, ইয়াবা ব্যবসায়ী আবুল কাসিম, সিরাজ উদ্দিন সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাদের হাতে এস এম জি সহ বিভিন্ন ধরণের উন্নত মানের-দেশী বিদেশি পিস্তল থাকে। সেই সুবাধে তারা দীর্ঘ দিন ধরে ক্যাম্পে ইয়াবা ব্যবসা করে আসছে।
অভিযুক্ত আবুল কাসিমকে একাধিক বার তার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে মোবাইল চার্জে দিছে ওজুহাত দেখিয়ে কোন ধরণের মন্তব্য করেন নাই।
বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করতে পারলেই ক্যাম্পে ইয়াবা ও অস্ত্রের দাপট অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা।