প্রেস বিজ্ঞপ্তি
প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ জানান, আমি কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ। আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি বানোয়াট ভিত্তিহীন যা ষড়যন্ত্রমুলক।
২৭ অক্টোবর অনুমানিক রাত ৭.৩০ মিনিটের সময় অত্র বিদ্যালয়ের সৌর বিদ্যুতের ব্যাটারী চুরি করায় চুর প্রমাণিত হলে সবার সাথে আলোচনা সাপেক্ষে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করি।
যা ৩০ অক্টোবর মামলা দায়ের করি মামলা নং ১০৩/৯৫৭
জুয়েল নামক জৈনক ব্যাক্তি মামলা প্রত্যাহার করার বারবার হুমকি দমকি প্রদর্শন করিতেছে। সে বিদ্যালয়ে এসে ও লাঞ্চিত করে। যা এসএমসি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনার মিমাংসা করে।
জুয়েল ভুল হয়েছে বলে এলাকার গম্যমান ব্যাক্তিদের সামনে ক্ষমা চায়। সে এ পর্যন্ত আমার পিছু ছাড়ছে না।
ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তদন্তে আসেন। শিক্ষক, ছাত্রছাত্রী, এসএমসি, দাতা সদস্যদের জবানবন্দি নেন। আর আমার বিরুদ্ধে কোন বিভাগীয় মামলা হয়নি।
যাদের নাম দিয়ে জুয়েল অভিযোগ দেয় তারা ও মিথ্যা অভিযোগ বলে প্রমাণিত হয়।
উক্ত মিথ্যা সংবাদে বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ রহিল।
আলী আকবর সাজ্জাদ
প্রধান শিক্ষক, কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।