হেলাল উদ্দিন উখিয়া :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের বটতলী-মোছারখোলা সড়কের ব্রিজ থেকে গাছ ভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করে বনবিভাগ।
(১২ মার্চ ) রাত ১:৩০ মিনিটের দিকে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়..মঙ্গলবার রাত ১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বটতলী – মোছারখোলা সড়কে বটতলী ব্রীজ হতে উখিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের অবৈধভাবে সদ্য কর্তনকৃত গাছ ভর্তি একটি ড্রাম-ট্রাক ( গাড়ি নং-চট্ মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করে এবং উখিয়া রেঞ্জ অফিস সরকারি হেফাজতে নিয়ে আসা হয়। জব্দকৃত গাছ বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি প্রায় ৮০.০ ঘনফুট । গাড়ির মালিক রহমতের বিল ৩নং ওয়ার্ডের মৃত রশিদ আহাম্মদের ছেলে মো: শামশুল আলম(৪২) এবং ড্রাইভার চোরাখোলা ৩নং ওয়ার্ডের শহরমুল্লুকের ছেলে মো: আব্দুল্লাহ (২৮)। বনবিভাগের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে আসামিরা পালিয়ে যায় বলে জানান।
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সত্যতা নিশ্চিত করে জানান “উখিয়া রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করে গাছ ভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। প্রচলিত ১৯২৭ সনের(যাহা ২০০০ সনে সংশোধিত) বন আইনে ব্যবস্হা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ বিট কর্মকর্তা।