নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৫, ১৮ ও ২০ নম্বর এলাকার চারপাশ অনেকটা পাহাড়বেষ্টিত। যেখানে ২০ নং ক্যাম্পে একটি মাঠে তৈরি করা হয়েছে রোহিঙ্গাদের বসানোর জন্য। মাঠের পুরোটাই ত্রিপল বিছানো হয়েছে। এই মাঠেই লক্ষ্যদিক রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাই ক্যাম্পে এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে৷
মাঠটির পাশেই আরেকটি অংশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। যার কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন দুই জন। আর এই পুরো এলাকায় বাড়ানো হয়েছের নিরাপত্তা। তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দেখা মিলেছে এসব দৃশ্যের।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা বেলা সাড়ে ১২টা থেকে ৫ ও ১৮ নম্বর ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণকেন্দ্র পরিদর্শন করবেন। তাই এসব স্থানের যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। পরিদর্শন শেষে বিকাল ৪টায় ২০ নং ক্যাম্পে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা নিয়ে ইফতার করবেন৷
আশ্রয়শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছেন সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং গোয়েন্দা সংস্থা।
জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী আরও জানান, শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা কক্সবাজার আসছেন। আশ্রয়শিবিরে যে কার্যক্রমগুলো হবে তা তত্ত্বাবধান করছেন সেনাবাহিনী। পুলিশ কক্সবাজার বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে রাখছি। কয়েক স্তরের বলয় থাকবে। মূলত এসএসএফ কক্সবাজার চলে এসেছেন, তারা সব বিষয় সমন্বয় করছেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।