নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ৫০৩ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৪৩৭ জন রয়েছে।
বুধবার (১৯ মার্চ) ভোর ৫টায় উখিয়ার
২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি ৫ ব্লকের মাঠ থেকে নিরাপত্তার মধ্যে এনএসআই'র তত্বাবধানে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন- উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন।
তিনি বলেন, উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ভাসানচর থেকে বেড়াতে আসা- ৫০৩ জন ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে ওয়েস্ট ডি ৫ ব্লকের মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৪৩৭ জন, ইমার্জেন্সি ভিজিট ১ জন ও ভাসানচর হতে পালিয়ে আসা ৬৫ জন সব মিলিয়ে ৫০৩ জন রোহিঙ্গাকে ১১টি বাস ও অতিরিক্ত ১টি বাস যোগে এনএসআই এর তত্ত্বাবধানে পুলিশ স্কটের মাধ্যমে ভাসানচরে স্থানান্তররের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।