হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ ই বিকেলে বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম ফকির মোহাম্মদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এম.মোক্তার আহমদের সভাপতিত্বে, মাওলানা আয়ুবের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী,এডিশনাল পিপি, এডভোকেট রেজাউল করিম রেজা, এসময় আরো উপস্থিত ছিলেন
রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আলম,ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর। মুস্তাফিজুর রহমান,হামিদ হোসেন সাগর,
মাওঃ আক্তার হোসেন,হেলাল উদ্দিন মেম্বার,সাহাব উদ্দিন চৌধুরী,আবুল আলা রোমান,হেলাল উদ্দিন হীরা, রুস্তম আলী সৈকত, আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন হীরা,আবদুল্লাহ ইবনে জুবাইর, সাইফুল ইসলাম,সহ প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন,আজকে থেকে আমরা যা রোজা রাখবো,তা হল নাজাতের রোজা, আপনাদের জানতে হবে, আল্লাহ পাক রোজা কেন ফরজ করেছেন, ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, সেই পাঁচটির উপর ঈমান আনতে হবে। তার মধ্যে রোজা হলো অন্যতম। একটি ঘরে যেমন পাঁচটি প্লেয়ার রয়েছে, সেখান থেকেই একটি যদি সমস্যা হয়, তাহলে পুরা ঘরটাই নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ইসলাম ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে,তা যদি আমরা সঠিক ভাবে পালন না করি, তাহলে আমাদের মুসলমানিত্ব থাকবেনা।
কক্সবাজারে একটি সংগঠন আছে যার নাম স্বাস্থ্য কল্যাণ বিয়াম পরিষদ। এই সংগঠনের কাজ ফেইসবুকে আপনারা যারা আমার সাথে ফেইসবুক ফ্রেন্ড আছেন সবাই দেখতে পান। সেখানে খুরুশকুল রোডে আমাদের একটা মাঠ আছে, সেখানে আমরা প্রতিদিন সকালে বিয়াম করি।আর এই রমজান মাসে আমরা পুরা এক মাস সাধারণ মানুষের ইফতারের আয়োজন করি। সেখানে অসহায়, গরিব, রিক্সা ওয়ালা, পথচারী থেকে শুরু করে সাধারণ ১০০ মানুষের জন্য আমাদের আয়োজন থাকে প্রতিদিন।
ঠিক আমরা এভাবে অসহায় জনগণের পাশে থাকবো।