ভ্রাম্যমাণ প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠান মালার মাধ্যমে পালিত হয়েছে।
২৬ মার্চ সকালে শহীদ মিনারে শহীদদের বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর দেশের গান,ঐতিহাসিক বক্তব্য দান শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন কান্তি নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠান মালা শ্রবণ, অবলোকন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ জননেতা শাহনেওয়াজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ চৌধুরী বলেছেন,দেশের ক্রান্তিকালে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠায় যে সকল বাংলার সুর্য্য সন্তান নিজেদের প্রানোৎসর্গ করেছেন সেসব বীর শহীদদের আত্মত্যাগ বাঙ্গালীর প্রতিটি হ্নদয়ে গেঁথে আছে।
বছর-বছর ঘুরে এই দিনটি আমাদের জানিয়ে দেয় শহীদরা এখনো আমাদের হ্নদয়ে বেঁচে আছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবদুল করিম মেম্বার,দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম.সাজেদ উল্লাহ,দক্ষিণ ঘুমধুম মিশকাতুন্নবী(সা:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ, ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিন, যুবদল নেতা মুজিবুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শাহজাহান,রুপন কান্তি নাথ, আনোয়ারুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে স্বাধীনতা-সংগ্রামে রক্তে বিসর্জিত বীর শহীদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।