নিজস্ব প্রতিবেদন:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বুধবার(২৬মার্চ) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ডের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়! এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল আলা রোমান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৯৯১ সালে ২৬ মার্চ বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়,যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন। সে স্বাধীনতা ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে! মহান স্বাধীনতার জন্য যাঁরা নিঃস্বার্থভাবে নিজেদের আত্মত্যাগ দিয়েছে তাদের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামি সে ২৬ মার্চ-কে লালন করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ জামায়াত ইসলামির একমাত্র লক্ষ উদ্দেশ্যে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সুশৃঙ্খল দেশ হিসাবে তুলে ধরা,এবং বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামি ৪নং ওয়ার্ডের সভাপতি মাওলানা খায়রুল বশর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামি পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুবিন উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামি ৪নং ওয়ার্ড প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, মাওলানা আবু তাহের, হেলাল উদ্দিন মেম্বার-সহ বাংলাদেশ জামায়াত ইসলামির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পালংখালী শাখার ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা মাওলানা হাফেজ আবু তাহের।