বার্তা পরিবেশক :
ঘুমধুম ইউনিয়ন বাসী’কে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এইচ.কে.বি. ইট ভাটার স্বত্বাধিকারী আলহাজ্ব হায়দার আলী কোম্পানি।
এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব হায়দার আলী কোম্পানি বলেন, পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ঘুমধুম ইউনিয়ন বাসী’কে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব ঈদুল ফিতর। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরও বলেন, ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মীক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে-এমনটাই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।তাই ঘুমধুম বাসী’কে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক”