নিজস্ব প্রতিবেদক ::
পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ঘেষা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু খোকন কান্তি দাশ।
বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।
তিনি বলেন, “শিক্ষার্থী /শিক্ষক/ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুনগত শিক্ষার মজবুত ভিত”। তিনি আরও বলেন, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করছে। বিদায় অনুষ্ঠান শুধুমাত্র বিদায় নয়; এটি একটি নতুন শুরু। এ যেন এক প্রজাপতির উড়ে যাওয়া, যার ডানায় রয়েছে অজানা ভবিষ্যতের রঙ। সকল পরিক্ষার্থীকে হল রুমে মাথা ঠান্ডা রেখে মনোযোগ সহকারে লিখে নিজেদের ভালো ফলাফলসহ বিদ্যালয় সংশ্লিষ্টদের মান অক্ষুণ্ণতা কামনা করেছেন এডহক কমিটির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী।
এতে বিদায়ী শিক্ষার্থী, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরবর্তী সকল পরিক্ষার্থী ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।