নিজস্ব প্রতিবেদক :
VWB প্রকল্পের আওতায় উখিয়া - টেকনাফের ৪০ হাজার দুঃস্থ মহিলাদের বিশেষ বরাদ্দ অন্ত্রে হস্তান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়! এই সময় তারা বেশকিছু দাবি জানান, আন্দোলন-রত দুঃস্থ মহিলারা বলেন ২০১৭ সালে মায়ানমার থেকে রোহিঙ্গাদের কারণে আমাদের ফসলের জায়গাজমি এখন রোহিঙ্গাদের দখলে। তাদের জন্য আবাসস্থল তৈরী করার কথা বলে আমাদের শত শত একর জায়গা এখন এনজিও এবং রোহিঙ্গাদের দখলে। তাদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে স্থানীয় ক্ষতিক্ষস্ত মানুষের জন্য যে ২৫% বরাদ্দ ছিল তা এখন নতুন করে অন্ত্রে হস্তান্তর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা মহল, "এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। তারা আর-ও বলেন রোহিঙ্গাদের জন্য যেভাবে গ্যাস-চাল দিয়ে সহযোগিতা করতেছে আমরা যারা দুঃস্থ মহিলা আছি আমাদেরও সে সহযোগিতার আওতায় রাখতে হবে। এই বিষয় জানতে চাইলে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সকালে দুঃস্থ মহিলারা পালংখালী ইউনিয়ন পরিষদের সামনে এসে মানববন্ধন করেন বলে জানান, চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন তাদের এই মানববন্ধন সম্পূর্ণ যুক্তিক।যাঁরা এই চক্র লের সাথে সংযুক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। রোহিঙ্গারা এসে শুধু মাত্র ক্ষতির সম্মুখীন হ'য়েছে উখিয়া- টেকনাফর লোক," কিন্তু এখানকার ক্ষতিক্ষস্ত জনগণের জন্য বরাদ্দকৃত ২৫% কেন অন্ত্রে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে তা আমরা জানিনা। যদি সরিয়ে নিতে হয় তাহলে আমাদের এখান থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা সেদিকে নিয়ে যাক। চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী আর-ও বলেন আন্দোলন-রত দুঃস্থ মহিলা যে দাবী দিয়েছে সে দাবীর সাথে সম্পূর্ণ একমত বলে জানান।