মাহমুদুল হাসান:
"দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে তরুণদের মাধ্যমে বাস্তবতার রুপ নিতে যাচ্ছে" তুমব্রু উচ্চ বিদ্যালয়।পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ইউনিয়ন ঘুমধুমের বৃহত্তর তুমব্রু গ্রামের বেশ ক'জন স্বপ্নবাজ ছাত্র-জনতার উদ্যোগে তুমব্রু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (শুক্রবার)আসর নামাজ পরবর্তী ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, শিক্ষক, রাজনীতিবিদ, ইমাম, ছাত্র সমাজ ও সচেতন জনতা নিয়ে অনুষ্ঠিত সভা ছাত্রনেতা সিফাত আল নুরের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যম শুরু হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান।
সভায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন, দক্ষিণ ঘুমধুম সঃপ্রা বিঃ'র প্রধান শিক্ষক হামিদুল হক, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছাত্রনেতা শাহ নেওয়াজ চৌধুরী। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাইরুল বশর, বিশিষ্ট আলেমদ্ধীন ইমান শরীফ, ঘুমধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিল মোহাম্মদ ছিদ্দিকি, তুমব্রু সঃপ্রা বিঃ'র প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন, পশ্চিমকুল সঃপ্রা বিঃ'র প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বাইশফাঁড়ী সঃপ্রা বিঃ'র প্রধান শিক্ষক নুরুল কবির, পল্লী চিকিৎসক মোহাম্মদ হোসাইন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের সচিব এরশাদুল হক, তরুণ আইনজীবী এডভোকেট তারিক আজিজ জামি, নুরুল কবির প্রমুখ।
এসময়, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, প্রবাসী আমির বশর, যুবনেতা খোকন, স্বপ্নবাজ তরুণ ছাত্রনেতা রাশেদুল হাসান, নাছির উদ্দীন, তারেকুল ইসলাম, নাহিদ হাসান, সংবাদ কর্মী নুর মোহাম্মদ, মাহমুদুল হাসান, শেখ জামাল, শ্রমিকনেতা নুরুল আবছার, শাহজাহান, মাইনু উদ্দিনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
"দীর্ঘদিনের স্বপ্ন ছিল তুমব্রু এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা।যেটি আজকের অনুষ্ঠিত সভায় তরুণদের মাধ্যমে বাস্তবে রুপ নিতে যাচ্ছে। উচ্চ বিদ্যালয় প্রসঙ্গে বক্তারা বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। যার মধ্যে কমিটি, দাতা সদস্য (অর্থ),উপযুক্ত জায়গা নির্বাচন সহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।